ডেস্ক রিপোর্ট দৈরিক শিরোমণিঃ পবিত্র আশুরা উপলক্ষে মহেশ্বরপাশা খানাবাড়ীস্থ খানজাহান আলী মিশন ব্রক্ষèচায়ন আশ্রমের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল,পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ভক্ত আশেকানের সমন্বয়ে কাওলী গান ও তবারক বিতরণ। খানাবাড়ীস্থ খানজাহান আলী মিশন মানব সেবা সংস্থা আদ্যাত্য দাওয়াত ও মানব মুক্তিরপথ ব্রক্ষèচায়ন আশ্রমের(গভ.রেজি.০৫) প্রতিষ্ঠাতা জিন্না খানের একমাত্র প্রতিনিধি(খলিফা) জাহিদ ঢালী চিশতী নিজামীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট খানজাহান আলী মাজারের খাদেম শাহজাদা ফকির মোহাম্মাদ আলী হাসান মান্নান চিশতী নিজামী। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক চিশতী নিজামী। হাফিজুর রহমান চিশতী নিজামীর সার্বিক তত্ত্বাবধনে অনুষ্ঠানে খৈয়াম, হাফিজুর রহমান(ইব্রাহীম),সাদেকুর রহমান মিলন, রবিউল, বায়জিদ চিশতী, রুশতম ঢালী, মো. ফরহাদ হোসেন,মনিরুল, আল আমিন, আরিফুল, শরীফুল, সিয়াম, মঈনুদ্দিন, রিয়াদ, মিলন, কাবিলা,শাকিল, শওকত, ইকবাল, মফিজ, রফিকুল ঢালী, মিজানুর রহমান, নাছির, মুরাদ, হোসেন,শাহানাজ ঢালী চিশতী নিজামী, আম্বি, রোকেয়া বেগম, রাবেয়া, তাছলিমা, বেবী,রহিমাসহ ভক্ত আশেকানগণ উপস্থিত ছিলেন। দুপুরে তাজিয়া মিছিল মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় তবারক বিতরণ করা হয়।