শিরোমণি ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা ঘটনায় দোষীদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জিল্লর রহমান পরিষদ আয়োজিত প্রয়াত সাবেক প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে যখন বিদেশি মেহমান আসছে, তখন পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে যে শান্তি স্থিতি আছে তার ওপর কালিমা লেপন করার জন্য এবং সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে শাল্লায় এ ঘটনা ঘটানো হয়েছে।