শিরোমনি ডেস্ক রিপোর্ট: অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠন বিস্তৃত রয়েছে। কিন্তু দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় না থাকা এবং স্থানীয় নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপির তৃণমূলের সাংগঠনিক ভিত্তি 'অনেকটা দুর্বল' হয়েছে বলে অনেকে মনে করছেন।
এরপরও গত বছর বিভাগীয় সমাবেশগুলো তৃণমূল পর্যায়ের কর্মী সমর্থকদের চাঙ্গা করেছিল। কিন্তু দশ ডিসেম্বর পরবর্তী বিএনপির আন্দোলনের আবার একটা ভাটা পড়েছে।
এর একটি বড় কারণ হচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা এবং তাদের কারাগারে যাওয়া।
দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীরা জেলখানায় 'যাওয়া-আসার' মধ্যে রয়েছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বিবিসিকে বলেন, সারাদেশে বিভিন্ন উপজেলা- জেলায় নেতাকর্মীরা কিন্তু হয় জেলে আছে বা জামিন প্রক্রিয়ায় আছে বা জামিন নিয়ে বেরুচ্ছে বা আবার ঢুকছে।
"এই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যেই কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হচ্ছে," বলেন শামা ওবায়েদ। দলের নানামুখী চ্যালেঞ্জ স্বীকার করেই শামা ওয়াবেদ বলেন, সময় এবং পরিস্থিতির আলোকেই বিএনপি আন্দোলনের কৌশল নেবে এবং কর্মসূচী দেবে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]