চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলার এজাহার গ্রহণ করেছেন আদালত। সেই সঙ্গে ৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্টদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ঢাকার মুখ্য বিচারিক আদালতের (সিজেএম) জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুন নাহার মঙ্গলবার এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে সাভার মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) ওসমান মুন্সি।
এ মামলায় সোমবার নাসির ইউ আহমেদ ও অমিসহ পাঁচজনকে উত্তরার ১ নম্বর সেক্টর থেকে থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
নাসির ইউ মাহমুদ বা নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।
পরীমনির অভিযোগ কয়েকজনের সহায়তায় সাভার বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন মাহমুদ। এ ঘটনায় সাভার মডেল থানায় নাসির উদ্দিন ও অমিসহ অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন এই অভিনেত্রী।