মোঃ লিমন মিয়া পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮ টি ইউনিয়নে ২১শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বিতরণের ধারাবাহিকতায় রবিববার (২৯ ডিসেম্বর) রাতে পলাশবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডে গিরিধারিপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫শ শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়।
তীব্র শীতের রাতে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অল ইয়াসা রহমান তাপাদার।
উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি মাসুদ রানা,ছাবিদ প্রমুখ।
কম্বল পেয়ে উচ্ছাসিত গিরিধারিপুর (চকপাড়া) গ্রামের হাবিবুর রহমান (৪৫) জানান, আমি একজন পঙ্গু মানুষ। কম্বল পেয়ে অত্যন্ত উপকৃত হলাম।
একই গ্রামের বৃদ্ধা জায়দা বেগম (৭৫) জানান, বৃদ্ধ বয়সে তীব্রশীতে রাতে ঠান্ডায় ঘুমাতে পারিনা। কম্বল গায়ে জড়িয়ে। আরামে ঘুমাতে পারবো।
এর আগে উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতিটিতে ২শ করে মোট ১৬শ কম্বল বিতরণ করা হয়।