ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এবারের নির্বাচন আলোচনার তুঙ্গে রয়েছে সেখানকার শোবিজের তারকাদের হাত ধরে৷ বেশ কয়েকটি আসনেই প্রার্থী হয়েছেন কলকাতার নাটক-সিনেমা ও সংগীতের ডাকসাইটে অনেক তারকা।
তাদের মধ্যে আছেন জুন মালিয়া, সোহম, শ্রাবন্তী, রাজ চক্রবর্তী, পায়েল সরকার, চিরঞ্জিত, লকেট চ্যাটার্জি, কৌশানি মুখার্জি, রুদ্রনীল ঘোষ প্রমুখ।
রাজ্যের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসব তারকা প্রার্থীরা। ভোট গণনা এখন চলছে। খবর পাওয়া গেল, কোনো আসনে কেউ এগিয়ে আছেন। আবার কোনো আসনে কেউ পিছিয়ে আছেন।
এনডিটিভির খবরে জানা যায়, অনেক ভোটে বেহালা পশ্চিমে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী নায়ক সোহম।
বেহালা পূর্বাতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী নায়িকা পায়েল সরকার। কলকাতা থেকে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
আসানসোল দক্ষিণ কেন্দ্রে পিছিয়ে আছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
কামারহাটিতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। অন্যদিকে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়। পিছিয়ে রয়েছেন তৃণমূলের কৌশানি মুখোপাধ্যায়।
উত্তরপাড়ায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক। মেদিনীপুরে এগিয়ে একই দলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া এগিয়ে।
টালিগঞ্জে এগিয়ে আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তার সঙ্গে পিছিয়ে আছেন বিজেপি সাংসদ গায়ক বাবুল সুপ্রিয়। চুঁচুড়ায় পিছিয়ে রয়েছেন আরেক বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]