পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৭টায় শুরু হয় ভোটাভুটি, চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
এই ধাপে হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগণা- এই তিন জেলার ৩১ আসনে চলছে লড়াই। প্রায় ১০ হাজার ৯শ’ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। লড়ছেন ২০৫ জন প্রার্থী। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ৭৮ লাখের বেশি ভোটার।
সকাল থেকেই লম্বা লাইন বুথগুলোতে। ভোটগ্রহণকে কেন্দ্র করে তিন জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আট ধাপের ভোটগ্রহণ শেষে ২ মে জানা যাবে চূড়ান্ত ফলাফল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]