বিনোদন ডেস্ক
প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিন পেলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী। সুশান্তকে নিয়মিত মাদক দেয়া এবং মাদক চক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে গত ৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সেদিন থেকেই তিনি জেলে ছিলেন।
এর আগে দুই দফায় রিয়া জামিনের আবেদন করলেও তার আবেদন মঞ্জুর করেনি আদালত। অবশেষে বুধবার বম্বে হাইকোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছে।
তবে পাঁচটি শর্ত আরোপ করা হয়েছে এই বাঙালি অভিনেত্রীর উপর। প্রথমত, রিয়াকে এক লাখ টাকার বন্ড দিতে হবে। দ্বিতীয়, আগামী ১০ দিন তাকে নিকটস্থ থানায় হাজিরা দিতে হবে। তৃতীয়, কোনো সাক্ষীর সঙ্গে দেখা করতে পারবেন না। চতুর্থ, তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং পঞ্চম, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না।
এই শর্তগুলো রিয়াকে অবশ্যই মেনে চলতে হবে। তবে এদিন রিয়া জামিন পেলেও তার ভাই শৌভিক চক্রবর্তীর আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। তাই তাকে আপাতত জেলেই কাটাতে হবে। রিয়াকে গ্রেপ্তারের দুদিন আগে মাদক যোগে শৌভিককে গ্রেপ্তার করে এনসিবি।
গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শুরুতে এই মৃত্যু মামলার তদন্তভার ছিল মুম্বাই পুলিশের হাতে। কিন্তু তাদের উপর আস্থাহীনতার কারণে সিবিআই তদন্তের দাবি জানায় সুশান্তের পরিবার। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই।
এর পরই অভিনেতার মৃত্যুতে মাদক যোগের বিষয়টি উঠে আসে। ফলে আলাদা করে তদন্তে নামে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনিসিবি)। সেই জালে ধরা পড়েন রিয়া ও তার ছোট ভাই শৌভিক। এছাড়া রিয়ার বিরুদ্ধে সুশান্তের টাকা নয়ছয় করার অভিযোগটি খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]