পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কমপক্ষে দেড় শতাধিক আহত হয়েছেন। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।
স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ৭ অক্টোবর) সকালে এ ভূমিকম্প অনুভূত হয় বলে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিনিয়র প্রাদেশিক কর্মকর্তা সোহাইল আনোয়ার বলেন, চালা ও দেয়াল ধসে পড়লে চাপা পড়ে অনেকে মারা যান। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বেলুচিস্তানের কোয়েটা, সিবি, হারনাই, পিশিন, কিলা সাইফুলদ্দিন, চামন, জিয়ারাত, ঝবসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল হারনাইয়ে ১৫ কিলোমিটার গভীরে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]