শিরোমণি ডেস্ক রিপোর্ট: পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর ২০১৮ সালের ১২ আগস্ট যাত্রা শুরুর করেছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার। সেই সময় ইমরানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) তার জোটসঙ্গীদের নিয়ে সরকার গঠন করেছিল। তবে গত বছর এপ্রিলে ইমরান আস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর শাহবাজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) জোট ক্ষমতা গ্রহণ করে। বুধবার তিনি জানান, তাঁর সরকারের মেয়াদ শেষ হবে ১৪ আগস্ট।
তবে শাহবাজ শরিফ ক্ষমতা ছাড়ার ঘোষণা দিলেও জোটসঙ্গীরা ক্ষমতা ছাড়বেন কি না, তা নিশ্চিত নয়। ফলে স্বাভাবিকভাবে ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়া হবে কি না, কিংবা শাহবাজ শরিফ প্রেসিডেন্ট আরিফ আলভিকে আগাম নির্বাচনের জন্য পরামর্শ দেবেন কি না, সেটিও নিশ্চিত নয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]