সামরিক সহযোগিতা বৃদ্ধি করতে যাচ্ছে দুই প্রতিবেশী চীন ও পাকিস্তান। চীনের রাজধানী বেইজিংয়ে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে এ অঞ্চলের ‘জটিল বিষয়গুলো’ মোকাবেলায় চীন ও পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।খবরে বলা হয়, পাকিস্তান-চায়না জয়েন্ট মিলিটারি কো-অপরাশেনের (পিসিজেএমসিসি) ব্যানারে গত ৯ই জুন থেকে ১২ই জুন পর্যন্ত পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক হয় চীনের সিএমসির ভাইস-চেয়ারম্যান জেনারেল ঝ্যাং ইউশিয়ার। ঝ্যাং বলেন, পাকিস্তানের সঙ্গে সামরিক যোগাযোগ, সহযোগিতা, ব্যবহারিক ও প্রয়োজনীয় সামরিক সহায়তায় চীন বরাবরই আগ্রহী। চীন বিশ্বাস করে, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও বাড়ানো হলে এই অঞ্চলের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব। কারণ চীন ও পাকিস্তানের সামরিক কৌশলগত সম্পর্ক পরীক্ষিত ও টেকসই।
অপরদিকে বাজওয়া বলেন, পাকিস্তান ও চীনের বন্ধুত্ব ভাঙ্গা সম্ভব নয় এবং পাথরের মতো শক্ত। যে কোনো পরিস্থিতিতে পাকিস্তান চীনের পাশে দাঁড়াবে। আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেনো পাকিস্তান চীনের সঙ্গে আছে। পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]