রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
পাঠ্য পুস্তকের সাথে সমাজের ইতিহাস-ঐতিহ্যকে জানতে হবেঃ মেয়র ফজলুর রহমান
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, আগামী এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ৫ পাবে তাদের ভর্তির সম্পন্ন খরচ আমি বহন করব। বিশ্বের যে দেশ যত উন্নত সে দেশের মানুষ সেই বই পড়ার অভ্যাস তত বেশি।আজ ২৭শে (মার্চ) রবিবার দুপুরে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময়ে তিনি আরো বলেন নিজেকে সমৃদ্ধ ও সুশিক্ষিত করতে বই পড়তে হবে পাঠ্য পুস্তকের সাথে সমাজের ইতিহাস-ঐতিহ্যকে জানতে হবে,গুনী মানুষের জীবনকে অধ্যয়ন করতে হবে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকা রাশেদা বেগম এর সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান,স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক দেলোয়ার হোসেন বাচ্চু।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে,সাংবাদিক,শিক্ষক-শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.