কমল তালুকদার পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৬’শ জেলের মাঝে জীবনরক্ষাকারী লাইভ জ্যাকেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৯ ফেব্রুয়ারি) কালমেঘা ইউপি কমপ্লেক্সে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম নাসিরের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জেলেদের জন্য এই জীবনরক্ষাকারী লাইভ জ্যাকেটগুলো বিতরণ করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, কামাল হোসেন (ডি এফ) এলজিএসপি-৩ প্রকল্প, বরগুনা, অমল তালুকদার সাধারণ সম্পাদক পাথরঘাটা প্রেসক্লাব, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা নজরুল ইসলাম সহ কালমেঘা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সুবিধাভোগী জেলে পরিবারে সদস্যরা।এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বলেন, কালমেঘার জনগণ একজন সৎ ইউপি চেয়ারম্যান নির্বাচন করেছেন। আশা করি সরকারের দেয়া সকল মালামাল এখানকার জনগণ যথাযথভাবেই বুঝে পাবেন।মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। খুব বেশি হলে ৪/৫ বছরের মধ্যে আপনারা ট্রেনে ঢাকা যেতে পারবেন। মহামারী করোনার জন্য সারাদেশে যেটিকে কার্যক্রম পরিচালিত হচ্ছে; তা কিন্তু আমার সরকার বিনামূল্যে আপনাদের মাঝে দিয়ে যাচ্ছেন। করোনার কারণে অনেক প্রকল্প ফাইলবন্দি হয়ে রয়েছে।এ কারণে এলাকার অনেক উন্নয়ন পরিচালনায় বিঘ্ন ঘটছে।আপনারা দোয়া করেন খুব শিগ্রই যেন দেশ থেকে এই মহামারী করোনা দূর হয়।এই এলাকায় অনেকগুলো সংযোগ সড়ক ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বিদ্যুৎ রাস্তাঘাটসহ প্রভূত উন্নয়ন করেছে আমার সরকার।আজ জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হচ্ছে। দুর্যোগের সময় একটি লাইফ জ্যাকেট একজন ছেলের জীবন বাঁচাতে পারে। পর্যায় ক্রমে উপজেলার সকল জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করার ব্যবস্থা করা দরকার।
৮ views