রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
পাথরঘাটায় বিস্কুটের কার্টুনে সদ্যজাত শিশু!
কমল তালুকদার পাথরঘাটা বরগুনা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বরগুনার পাথরঘাটায় একটি বিস্কুটের পরিত্যক্ত কার্টুনে সদ্যজাত এক শিশু সন্তানকে কে বা কারা রাস্তায় ফেলে দিয়েছে। রাতে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টির খবর সামাজিক যোগাযোগের ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমান ।পাথরঘাটা বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর থেকে বিস্কুটের কার্টুনের ভিতর সদ্য জন্মানো ১ টি অজ্ঞাত শিশুকে মুখে কসটেপ পেচিয়ে কে বা কারা ফেলে চলে গেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৩০মিনিটে ঘটনাস্থল থেকে পাথরঘাটা থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে শিশুটি একটি পুত্র সন্তান ।পাথরঘাটা থানার এএসআই আঃ হালিম বাচ্চাটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানা গেছে।। বাচ্চাটি বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বিএফডিসি এলাকার মারুফের কাছে হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.