পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি সেনাসদস্যের ঘর ভাংচুরের অভিযোগে ২৬ জুলাই সোমবার বেলা১১টায় পাথরঘাটায় বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সন্মেলন।
বরগুনার পাথরঘাটার বাদুরতলা বাজারে দুলাল খান নামে এক সেনা সদস্যের ঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি এম মতিউর রহমান মোল্লা ও তার ছেলে সুমন মোল্লার বিরুদ্ধে । মতিউর রহমান মোল্লা ও তার সন্তানদের বিরুদ্ধে ঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ করা হয় ওই সংবাদ সম্মেলনে। এই ভাংচুরের ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে বাদুরতলা বাজারে। এ ঘটনায় সেনাসদস্য দুলাল খানের বাবা নূরুল ইসলাম পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত সংবাদ সম্মেলনে দুলাল খানের বাবা নূরুল ইসলাম খান বলেন, পাথরঘাটার বাদুরতলা বাজারে আমার ছেলে সেনা সদস্য দুলাল খানের নামে ১ দশমিক ১৭ শতাংশ কবলা জমি রয়েছে। ওই জমিতে দুলাল খান দীর্ঘদিন আগে একটি দোকান ঘর তুলে রেখেছেন। কিন্তু হঠাৎ করে গত ১৭ জুলাই সকাল ১০টার দিকে প্রতিপক্ষ পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাথরঘাটা উপজেলা বিএনপি’র সভাপতি এম মতিউর রহমান মোল্লার নেতৃত্বে তার ছেলে সুমন মোল্লা ও ভাইয়ের ছেলে অলি মোল্লাসহ ১০ থেকে ১২ জনে ওই ঘর ভাঙচুর করে জমি দখল করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ১৯ জুলাই পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হলে ২৫ জুলাই রবিবার বিকেল ৫টার দিকে বাদুরতলা বাজারে সুমন মোল্লাসহ তার সঙ্গে থাকা লোকজন আমাকে খুন-জখমের হুমকি দেয়।
অভিযোগ প্রসঙ্গে সুমন মোল্লা বলেন, তাদের জমির সামনে আমাদের জমি রয়েছে। ওই জমিতে প্রতিপক্ষরা ঘর তোলায় আমরা ঘর সড়িয়ে দিয়েছি। তবে ওই প্রতিপক্ষদের কোন হুমকি-ধামকির ঘটনা ঘটেনি।
এ ব্যাপার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ঘর ভাঙচুরের ঘটনায় নূরুল ইসলাম খান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে
৩ views