রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
পাথরঘাটায় প্রেসক্লাব কর্তৃক ব্যরিস্টার জিয়াউর রহমানকে সম্মাননা প্রদান
কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের কৃতি সন্তান ব্যারিস্টার জিয়াউর রহমানকে পাথরঘাটা প্রেসক্লাব কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।ব্যারিস্টার জিয়াউর রহমান চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের মোঃ ছিদ্দিকুর রহমানের তিন সন্তানের মধ্যে বড় ছেলে। ১ নভেম্বর সোমবার বরগুনা পাথরঘাটা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় ব্যারিস্টার জিয়াউর রহমান ও পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড,জাব্বির এবং কাউন্সিলর অাবুবক্কর ছিদ্দিক মিল্লাতকে ফুল দিয়ে বরণ করে নেন পাথরঘাটা প্রেসক্লাবের সদস্যবৃন্দ। পরে প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোঃ ফারুকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরী, দৈনিক জনকন্ঠের পাথরঘাটা প্রতিনিধি, খোকন কর্মকার, দৈনিক ভোরের কাগজের পাথরঘাটা প্রতিনিধি, অমল তালুকদার,দৈনিক আজকের পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি, রুদ্ররুহান, বাংলা নিউজ টুইন্টিফোর এর পাথরঘাটা প্রতিনিধি,শফিকুল ইসলাম খোকন,প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, দৈনিক দেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি অারিফুল ইসলাম প্রমুখ।এসময়ে ব্যারিস্টার জিয়াউর রহমান বলেন অামি অনেক কষ্ট করে লেখাপড়া করে অাজ ব্যারিস্টার হয়েছি।অামি মনেকরি মনের ইচ্ছা শক্তিই বড় শক্তি,অামি দৃঢ় বিশ্বাস ও কঠর পরিশ্রমের মাধ্যমেই অাজ সমাজে স্থান করতে সক্ষম হয়েছি।তাই অামি সকলকে বলবো অাপনারা দৃঢ় বিশ্বাস রেখে এঁগিয়ে যান সফল হবেই।এসময়ে প্রেসক্লাবের সভাপতি,সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকগণ ব্যারিস্টার জিয়াউর রহমানের ব্যাপক প্রশংসা করে বলেন ব্যারিস্টার জিয়াউর রহমান অামাদের গর্ব।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.