কমল তালুকদার,পাথরঘাটা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃপাথরঘাটার পৌরসভার ৬নং ওয়ার্ডের লঞ্চ দূর্ঘটনায় নিহত রাজ্জাক মাস্টারের তার নিজ বাড়িতে সকাল ১০ টায় জানাযা নামায অুষ্ঠিত হয়। জানাযা নামাযে বিভিন্ন পেশার মানুষের অংশ গ্রহন করে। উল্লেখ্য বৃহস্পতিবার দিন গত রাত সাড়ে ৩ টায় ঝালকাঠিতে এমভি অভিযান-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দিলেও রাজ্জাক মাস্টারের ঝাঁপ বাচাতে সম্ভব হয়নি তাকে মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হয়েছে। একই লঞ্চ দূর্ঘটনার কবলে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ আল- মুজাহিদ ঐসময় লঞ্চে ছিলেন ইউএনও দম্পতি নদীতে ঝাঁপ দিয়ে অল্পের জন্যে বেঁচে যায়। ইউএনও হুসাইন মোহাম্মাদ আল- মুজাহিদ আরও বলেন, অনেককে দেখা গেছে, লঞ্চ থেকে নামার সময় তাঁর শিশুসন্তানকে খুঁজে পাচ্ছেন না। এ সময় তাঁরা আবার লঞ্চের দিকে দৌড়ে গিয়ে আগুনে আটকা পড়ে যান। এ অবস্থায় লঞ্চে শিশু, নারীসহ যাত্রীদের চিৎকারে এক বীভৎস অবস্থার তৈরি হয়। রাজ্জাক মাস্টারের জানাযা নামাযে জন সাধারনের উপস্থিত ছিল ব্যাপক। গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসাদ শওকত হাসান রিমন, মেয়র আনোয়ার হোসেন আকন,কাউন্সিলর বৃন্দ,সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষ।
১ view