মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আলোচিত প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে এক প্রধান শিক্ষককে ধাক্কা দিয়ে দোতালার সিড়ি থেকে ফেলে দিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সীটে বসাতে সাহায্য করতে শিক্ষক বা সেচ্ছসেবক থাকার কথা থাকার কথা ছিল। কিন্তু কেন্দ্রে কোন শিক্ষক বা সে¦চ্চাসেবক না থাকায় নিজ স্কুলের কোমলমতি পরীক্ষার্থীদের নিয়ে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও অভিভাবকগণ সিট দেখাতে কেন্দ্রে যান। ওই স্কুলের শিক্ষার্থীদের সিট দোতলায় থাকায় তিনি সিড়ি দিয়ে উপরে উঠতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ তাঁকে ধাক্কা দিয়ে সিড়ি থেকে ফেলে দেন। এ সময় তিনি ধমক দিয়ে বলেন, মাস্তানি করতে এসেছেন। এসময় তিনি অভিভাবকদের সাথেও অশোভন আচরণ করেন। এতে অভিভাবক ও শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। উল্লেখ্য,২০১৫ সালে তিনি সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনৈতিক উপায়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই একের পর এক নানা বিতর্কিত কর্মকান্ড,অনিয়ম,দুর্নীতি করে আসছেন।তার বিরুদ্ধে অসংখ্যবার তদন্ত হয়েছে।বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,জেলা শিক্ষা অফিসার,উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার শাস্তি দাবি করে অধিদপ্তর ও মন্ত্রনালয়ে বেশক’টি পত্র দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে তার বিরুদ্ধে এযাবৎ কোন পদক্ষেপই নেয়া হয়নি।