মনসুর আলম খোকন , পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় একই রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, সাংবাদিক ও প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সঙ্গবদ্ধ চোরেরা কমপ্লেক্সের গ্রীল ও তালা কেটে, সাংবাদিকের বাড়ির গেটের তালা ভেঙ্গে ও প্রবাসীর বাড়িতে জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানা গেছে, মঙ্গলবার(২০ ডিসেম্বর) ভোর রাতে চোরেরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনের গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা ১টি টিভি, ২টি সাউন্ডবক্স, ৪টি আইপিএসের ব্যাটারি, ১টি পানি তোলার মোটর, ভেন্টিলেটারের ডাকনাসহ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন জানান, চুরির ঘটনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে কমপ্লেক্সের ভবন পরিদর্শন করা হয়েছে। চুরি যাওয়া মালামাল উদ্বারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
অপরদিকে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে না খাকায় দৈনিক ইত্তেফাক পত্রিকার সাঁথিয়া উপজেলা সাংবাদদাতা ও উপজেলার বিষ্ণুবাড়িয়া গ্রামের বাসিন্দা উজ্জল হোসেনের বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বণালস্কারসহ প্রায় ১ লাখ ৩৫ হাজার ৫শ’ টাকা এবং একই রাতে একই গ্রামে প্রবাসী শাহ আলমের বাড়ির জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও দামী কাপড়-চোপড়সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরেরা। এ ব্যাপারে সাঁথিয়া থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্বারের চেষ্টা চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]