মনসুর আলম খোকন,সাঁথিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার(১৬জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোপিনাথপুর বাজার থেকে জুয়া খেলার সময় ১২ জুয়ারুকে গ্রেপ্তার করেছে।এ সময় তাদের কাছ থেকে তাস ও ৪০ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার গোপিনাথপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে তোফাজ্জল হোসেন হুকলা(২৫),আজিজুল খাঁর ছেলে রেজাউল করিম(২৮),নিয়ামত প্রামানিকের ছেলে আকরাম প্রামানিক(৩৮),দেলবার ব্যাপারির ছেলে রবিউল ইসলাম(৩২),আব্দুস সালামের ছেলে আতিকুর রহমান(৩২),মৃত রইচ মোল্লার ছেলে শামীম হোসেন(৩৩),ইসমাইল খাঁর ছেলে সোহেল রানা((৩৮),মুনছের শেখের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল(৩৮),শের আলী খাঁর ছেলে আজগার আলী খাঁ(৪০),ভবানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে গাজিউর রহমান(৩৮),মুনছুর মন্ডলের ছেলে ঈমান মন্ডল(৪০)এবং আব্দুল লতিফ প্রামানিকের ছেলে আলম প্রামানিক(৩৮)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের নামে মামলা হয়েছে। যার নং-১৬ তারিখ ১৭/০১/২০২৩ এবং তাদেরকে মঙ্গলবার (১৭ জানুয়ারি)পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]