আব্দুল্লাহ আল মামুন, পিরোজপুর: দীর্ঘ কয়েক বছর ধরেই লক্কর ঝক্কর অবস্থায় পিরোজপুরের মঠবাড়িয়ার ঢাকা, পাথরঘাটা মহাসড়কের ৬ নং টিকিকাটা ইউনিয়ানের পূর্ব সেনের টিকিকাটা এলাকার মহাসড়কে একটি ব্রীজের বেহাল দশার মধ্যে দিয়ে গাড়ি চলাচল করে আসছে। এরই মাঝে বহুবার গাড়ি চলাচল করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কয়েকবার ব্রীজের পাত ভেঙে নিচে পরে যায়। পরে তা খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ থেকে লোক এসে নাম মাত্র মেরামত করে চলে যায়। গত ১ ডিসেম্বর ২০২২ তারিখে ব্রীজের মাজার থেকে পাত ভেঙে নিচে পরে যায়, এবং ব্রীজের বেশ কিছু জায়গায় পাত ভেঙে বড় বড় গর্ত হয়ে যায়। যার ফলে সকাল থেকে ব্রীজের দুপাশে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে ভোগান্তির স্বীকার হতে হয়েছে দুপাশে আটকে থাকা মানুষদের। এতে বড় ধরনের কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি। এলাকাবাসী বলছে এভাবে বার বার মেরামত না করে, যত তাড়াতাড়ি সম্ভব ব্রীজটি ভেঙে নতুন করে তৈরি না করলে সামনে বড় ধরনের দূর্ঘটনা ঘটবে।