মোঃ শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি পিরোজপুর:পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের বীরগাঁথা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজের হল রুমে কলেজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাযার্চ প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন।এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।বক্তারা বলেন, নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তি যুদ্ধের ইতিহাস। দেশের জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাদের সম্পর্কে এতে যুব সমাজ জানতে পারবে। মুক্তিযুদ্ধের বহু বীরত্বের কাহিনি রয়েছে, যা দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে এ জাতিকে।আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।