ফজলুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ পীরগঞ্জে ৪০জন ভুয়া প্রাণী চিকিৎসকের নামে জনস্বার্থে মামলা করেছে মোতালেব হোসেন নামে এক ব্যাক্তি। মোতালেব হোসেন নামে সেই ব্যক্তির সাথে কথা বলে জানা যায় উনি জনস্বার্থে এ মামলা করেছেন।
তিনি বলেন সনদ পত্র ছাড়াই প্রাণী চিকিৎসক পরিচয় দেয় এসব ভুয়া ডাক্তারা। এরকম ৪০ জনেরও বেশি ডাক্তার গ্রামে গঞ্জে ভূল চিকিৎসা দিয়ে গবাদি পশু মেরে ফেলছে।
এরকম ভুয়া ডাক্তারদের এলাকার মানুষের সাথে প্রতারণার করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পীরগঞ্জে অহরহ।
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে এরকম ৪০ জনের ভুয়া পল্লী ভেটেনারি ডাক্তারের নামে মামলা দায়ের করেছে মোতালেব হোসেন।
১৩/০২/২২ইং (রবিবার) ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোতালেব হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জনস্বার্থে এ মামলা দায়ের করেন।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই ঠাকুরগাওকে নির্দেশ দিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]