পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো ৩০ শতাংশের বদলে ৫ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৩৫ শতাংশ লভ্যাংশ দিতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
আজ সোমবার (১৫ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মধ্যে বৈঠক শেষে এ কথা জানান তিনি। বৈঠকটি বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
রেজাউল করিম বলেন, বাংলাদেশ ব্যাংকের জারিকৃত আগের নির্দেশনা অনুযায়ী একটি ব্যাংক সর্বোচ্চ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারতো। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। তবে আজকের আলোচনার মাধ্যমে সেটা ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। ৩৫ শতাংশের মধ্যে বোনাস বা নগদ লভ্যাংশ কতো করে হবে সেটা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক বিষয়টি স্পষ্ট করবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]