মাহে আলম, লালমোহন উপজেলা প্রতিনিধিঃ পূনর্বাসন চান লালমোহনের উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীগণ।লালমোহন বাজারের চৌরাস্তা থেকে শুরু করে বিনোদন হলের মোড়,মহাজন পট্টি হয়ে উত্তর বাজার জামে মসজিদ পর্যন্ত রাস্তার মাঝে লেনের উপর শত শত অস্থায়ী দোকান বসিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন তারা। এসমস্ত ব্যবসা তাদের সংসার চালানোর একমাত্র ভরসা ছিল।
গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নৌবাহিনী ও পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে সমস্ত অবৈধ দোকান গুড়িয়ে দেন।এসময় তিনি বলেন,এ সমস্ত অবৈধ দোকানের কারনে যানবাহন ও মানুষ চলা চলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে,পৌর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে,এখানে পূর্বে সৌন্দর্য বর্ধক গাছ ছিল পূর্বের সৌন্দর্য আবার ফিরিয়ে আনা হবে। উচ্ছেদকৃতদের পুনর্বাসনের চেষ্টা করবেন বলেও তিনি জানিয়ে ছিলেন।কিন্তু এখন পর্যন্ত উচ্ছেদকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের কোন ব্যবস্থা না হওয়ায় ব্যবসায়ীগন ৩১ডিসেম্বর মঙ্গলবার তাদের পূনর্বাসনের দাবী নিয়ে রাস্তায় অবস্থান করেন।তারা বলেন আমাদেরকে পূনর্বাসনের ব্যবস্থা না করায় আমাদের জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়,আমাদের সংসার চালানো,ছেলে- মেয়েদের লেখা- পড়ার খরচ চালাতে পারছিনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন,টাকার কারনে আমার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারিনি। আমার করুন অবস্থা শুনে দুই তিন জন ভাই মিলে আমার সন্তানের ভর্তির টাকার ব্যবস্থা করেছেন।
আরেকজন দধী ব্যবসায়ী বলেন,উচ্ছেদের পর পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় আমার অনেক টাকার দধি নষ্ট হয়ে গেছে। আমরা এখন মানবেতর জীবন যাপন করছি।আমরা সমিতি থেকে টাকা ঋণ নিয়ে ব্যবসা করতাম। আমরা এখন কিস্তির ভয়ে পালিয়ে বেরাচ্ছি।আমাদের দাবী আমাদেরকে কর্তৃপক্ষ কোন একটা জায়গায় পুনর্বাসন করুক যাতে করে আমরা কোনভাবে পরিবার নিয়ে জীবন বাঁচাতে পারি।