পৃথক মা.শিক্ষা অধিদপ্তরের দাবিতে খুলনা ডিসিকে স্মারকলিপি
মোঃ মিজানুর রহমান, খুলনা
আপডেট :
রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
মোঃ মিজানুর রহমান, খুলনা: আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলনকে কেন্দ্র করে মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রি পদ নবম গ্রেড ধরে “পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” বাস্তবায়নের দাবিতে খুলনা, মাগুরা, বরিশাল, গোপালগঞ্জ সহ সারাদেশে একযোগে মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যদের জেলা প্রশাসক মহোদয়গণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান। খুলনায় স্বারকলিপি প্রদান করেন সরকারি মাধ্যমিক স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সরকারের মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, বর্ষিয়ান শিক্ষক নেতা মোঃ আকরাম হোসেন দোলন, সিনিয়র শিক্ষক সমর কুমার রায়, আব্দুল্লাহ আল মামুন, আলিমুল ইসলাম, অর্ণব জ্যোতি মণ্ডল প্রমুখ। উল্লেখ্য, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের প্রস্তাবিত পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নের জন্য স্মারকলিপিতে তাকে ধন্যবাদ জানানো হয়েছে। একইসঙ্গে ২০১০ এর জাতীয় শিক্ষানীতির আলোকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অনুশাসন মোতাবেক নেতৃবৃন্দ অবিলম্বে মাধ্যমিক শিক্ষার জন্য “পৃথক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর” বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।