রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬
“পেসমেকার সোসাইটি, বিনামূল্যে সেবা পেলো ৭৫ শিক্ষার্থী”
রাকিব হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি : মাহাদি শেখ ইসলামিক ক্যাডেট মাদ্রাসায় পেসমেকার সোসাইটির উদ্যোগে ৭০-৭৫ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের শারীরিক সমস্যা সম্পর্কে জানতে পেরে এবং তাৎক্ষণিক চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।পেসমেকার সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোতাছিম বিল্লাহ আলম বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীরা সাধারণত স্বাস্থ্য সচেতনতার বাইরে থাকে। তাদের শারীরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া আমাদের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও শক্তিশালী রাখতে এই উদ্যোগের গুরুত্ব অনেক।”পেসমেকার সোসাইটি, একটি মানবসেবামূলক সংগঠন, দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে একটি টেকসই সমাজ গঠনে নিবেদিত। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে নতুন গতি আনার উদ্দেশ্যে এই সংগঠন কাজ করে থাকে।পেসমেকার সোসাইটির সহকারী পরিচালক রাকিব রাহান জয় বলেন, “আমরা শুধু শারীরিক সেবাতেই সীমাবদ্ধ নই। শিক্ষার্থীদের সঠিক জীবনযাপনের দিকনির্দেশনা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে সচেতন করাও আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আমরা কাজ করে যাচ্ছি।”এ ধরনের কার্যক্রম মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করেছে এবং তাদের পড়াশোনার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। একজন শিক্ষার্থী বলেন, “আমাদের শারীরিক সমস্যা সম্পর্কে জানতে এবং সঠিক সমাধান পেতে এটি একটি দারুণ অভিজ্ঞতা।”পেসমেকার সোসাইটির এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক প্রশংসিত হয়েছে। এটি কেবল শিক্ষার্থীদের শারীরিক সুস্থতায় সহায়ক নয়, বরং তাদের ভবিষ্যতে আরও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।উল্লেখ্য, পেসমেকার সোসাইটি ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি অন্যান্য এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা করছে। এই মহৎ উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের সেবায় নিজেদের অঙ্গীকারকে আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.