ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই পোল্যান্ডের বিমান ঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান। টুইটারে দেওয়া এক পোস্টে পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে বিদ্যমান তৎপরতার মধ্যেই পোলিশ প্রধানমন্ত্রীর এই ঘোষণা এলো।
টুইটে মারিউস ব্লাসজ্যাক বলেন, যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান লাস্ক শহরের বিমান ঘাঁটিতে পৌঁছেছে। পূর্ব ইউরোপে ন্যাটোর এয়ার পুলিশিং মিশনের অংশ হিসেবেই এগুলো পাঠানো হয়েছে।
পোলিশ বিমান ঘাঁটিতে ঠিক কতটি এফ-১৫ অবতরণ করেছে সুনির্দিষ্ট করে অবশ্য সেই সংখ্যা জানাননি দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
এদিকে ইউক্রেন ইস্যুতে যে কোনো মানবিক সংকটে সহায়তা দিতে এক হাজার সেনা প্রস্তুত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সঙ্গে বৈঠকের আগে জনসন বলেন, জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপোস করবো না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে। ব্রাসেলস থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে যাবেন বরিস জনসন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]