স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নান ৪১তম বিসিএস পরীক্ষার বিষয়ে বলেছেন, পৌনে পাঁচ লাখ পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা দিবে। এই পরীক্ষা নিয়েও আতঙ্কে আছি।
সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা সবার বাধ্যতামূলক কোভিড টেস্ট করা হবে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। তারা বলছেন, করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, নতুন স্ট্রেইনও দেশে শনাক্ত হয়েছে। এখন আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ অবস্থায় ৪১তম বিসিএস পিছিয়ে দেওয়া জরুরি। ভ্যাকসিন দেয়া শেষে ও হল খোলার পর পরীক্ষা নেওয়ার দাবি তাদের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]