তুহিন রাজ,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাঙাবালী উপজেলা ছাত্রলীগ
সোমবার ৪ জানুয়ারি সকালে উপজেলা ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারন সম্পাদক আশিকুর রহমান উজ্জল
এরপর সকল ইউনিয়ন ছাত্রলীগ কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।এসময় ছোটবাইশদিয়া ইউনিয়ন সভাপতি মোঃ মহাসিন মৃধা ও সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ও রাঙাবালী কলেজের সভাপতি রিয়াদ মৃধা ও সাধারন সম্পাদক ছাব্বির রহমান উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রলীগের সভাপতি শিবলী বলেন, ‘জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন এই ছাত্রলীগ। সময়ের প্রয়োজনে তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এই দেশের ইতিহাসের সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি অর্জনে ছাত্রলীগের অংশীদারিত্ব আছে।
সাধারণ সম্পাদক উজ্জল বলেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া আন্দোলন সংগ্রামের মহাকাব্যিক পথচলার গর্বিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছরে, সকল নেতাকর্মীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লখ্য,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনন্য কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগ অফিসে কেক কাটা, ফাতেমা পাঠ ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]