শিরোমনি ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের একটি অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র প্রথম আলোর বিরুদ্ধে সরকারের বিরাগের বিষয়টি প্রকাশ্য হয়ে উঠেছে।
সোমবার বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘’প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সাথে বলি যে, এরা এই দেশে কখনোই স্থিতিশীলতা থাকতে দিতে চায় না।‘’
প্রথম আলোর বিরুদ্ধে বর্তমান ক্ষমতাসীনদের বিরাগ বা বিরোধিতার বিষয়টি অবশ্য এই প্রথম নয়। এর আগেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এই মনোভাব প্রকাশ করেছেন।
কিন্তু কেন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকাকে ‘শত্রু’ বিবেচনা করছে দেশের সরকার।
স্বাধীনতা দিবসে দ্রব্যমূল্য বৃদ্ধির একটি খবরের সঙ্গে একটি শিশুর ছবি প্রকাশে অসঙ্গতিকে কেন্দ্র করে পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করা হয়।
এরপর বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনের পক্ষ থেকে প্রথম আলোর বিরুদ্ধে বক্তৃতা-বিবৃতি, বিক্ষোভ সমাবেশও করা হয়েছে। যাদের অনেকগুলোই আওয়ামী লীগ ঘরানার বলে পরিচিত।
সেসব সমাবেশ থেকে এমনকি প্রথম আলোর নিবন্ধন বাতিলেরও দাবি করা হয়েছে। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোথাও কোথাও পত্রিকা এবং সম্পাদকের কুশূপুত্তলিকা পুড়িয়েছে।
তবে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, শুধুমাত্র সরকারের সমালোচনা বা ভুল-ত্রুটি নিয়ে অনেক পত্রিকাতে বা গণমাধ্যমেও খবর প্রকাশিত হলেও সেটা নিয়ে সরকার কোন প্রতিক্রিয়া দেখায় না।
তাদের অভিযোগ, প্রথম আলো পত্রিকাটি সাংবাদিকতার বাইরে রাজনৈতিক ভূমিকা রাখার চেষ্টা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বাংলাদেশের জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বলেছিলেন, তিনি প্রথম আলো পড়েন না এবং গণভবনে রাখেন না।
গত কয়েক দশকে বাংলাদেশে কোন একটি নির্দিষ্ট সংবাদপত্র ঘিরে কোন রাজনৈতিক দল বা সরকারের এতোটা আপত্তি বা বিরোধিতা দেখা যায়নি।