লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডবিইউসি,এফএডবিইউসি,পিএসসি।রবিবার (৩ জুলাই) লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন শুরু হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিএসএমআরএএইউ তার একাডেমিক কার্যক্রম ঢাকা ক্যাম্পাস থেকে ২০২০ সালে শুরু করলেও এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে লালমনিরহাটে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি, মাষ্টার প্লান তৈরি এবং ডিপিপি প্রস্তুতির জন্য এ বছরের ফেব্রুয়ারি মাসে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এখানে একটি স্থায়ী ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত একটি একাডেমিক ভবন এবং একটি আবাসিক ভবন তৈরির মাধ্যমে বিমান বাহিনী এগিয়ে এসেছে যাতে বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাট থেকে একাডেমিক সেশন শুরু করতে পারে।
বিমান বাহিনী প্রধান বলেন, বিএসএমআরএএইউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। এ বিশ্ববিদ্যালয়টি অ্যভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস শিক্ষায় অত্র অঞ্চলে একটি সেন্টার অব এক্সিলেন্সে পরিনত হবে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা করছে উল্লেখ করে বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন যে, বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অ্যভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি ও সরবরাহের ক্ষেত্রে বিএসএমআরএএইউ একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করবে।
বিমান বাহিনী প্রধান আরও বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের এ জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সবার জন্য অংশগ্রহনমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে এবং এ অঞ্চলের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধনের পূর্বে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্যাম্পাসে চারা রোপন করেন এবং বিএসএমআরএএইউ এর অব্যাহত উন্নতি ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহন করেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন শেষে বিমান বাহিনী প্রধান বিভিন্ন ক্লাশরুম ও প্রাকটিক্যাল ল্যাব পরিদর্শন করেন। এরপর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেও সাথে তিনি মতবিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমান বাহিনী সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, সিভিল সার্জন নির্মলেন্দু রায় প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]