লিয়াকত রাজশাহী ব্যুরোদৈনিক শিরোমণিঃ এতিম, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ইদ উপহার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমির হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইদ উপহার বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। প্রধানমন্ত্রীর ইদ উপহার ৯৫ জন শিশুদের মাঝে বিতরণ করা হয়। উপহার হিসেবে প্রতিটি প্যাকেজে ছিল, একটি পাঞ্জাবি, একটি শার্ট, একটি পেন্ট, দুই জোড়া সেন্ডেল।এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের জন্য ইদুল ফিতর উপলক্ষে উপহার পাঠিয়েছেন। এই নতুন পোশাক পড়ে ইদে তোমরা আনন্দ করবে, ভালো ভাবে লেখা পড়া করবে। যেন তোমরা ভবিষ্যতে বড়ো কর্মকর্তা হয়ে বাংলাদেশের জন্য কাজ করতে পারো। পাশাপাশি তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবে, তিনি যেন সুস্থ ও শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়ন করতে পারেন।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (এনডিসি) আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী প্রমুখ।
৩ views