প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় তেরখাদায় ভূমি ও গৃহহীন পরিবার পেতে যাচ্ছে ৪০টি ঘর
রিপোর্টার
আপডেট :
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
শেখ মাহাবুব আলম খুলনা জেলা বিশেষ প্রতিনিধি:
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নের কোদলা গ্রামের ভূমিহীনদের জন্য নির্মিত ৪০ টি ঘর আগামী ২৩ জানুয়ারি উদ্বোধনের অপেক্ষায় । প্রধানমন্ত্রী আগামী ২৩ জানুয়ারি উদ্বোধনের পরেই এই ঘরগুলো হস্তান্তর করা হবে ভূমি ও গৃহহীনদের মাঝে।অন্যের বাড়িতে আশ্রয়ে থেকেও যারা স্বপ্ন দেখছেন একটি নিজের বাড়ি, একটু মাথা গোজার ঠাঁই। সেই স্বপ্ন এখন হাতছানি দিয়ে ডাকছে তাদের। স্বপ্নবাজ সেই মানুষগুলো এখন অপেক্ষার প্রহর গুনছেন সেই মাহেন্দ্রক্ষণের। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার “জমি নেই, ঘর নেই” আশ্রয়ন প্রকল্প-২ আওতায় তেরখাদা উপজেলায় এমন পরিবারদের গৃহ নির্মাণ কার্যক্রম শেষ হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা দিন রাত কাজের তদারকি করে কাজ শেষ করেছেন। সূত্রে জানা যায়, এই প্রকল্পের আওতায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যায়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে।৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে রয়েছে দুটি বেডরুম, টয়লেট, রান্নাঘর, নামাজের জায়গা ও একটি বারান্দা। টিনশেডের এই ঘরে একটি পরিবার স্বাচ্ছন্দে বসবাস করতে পারবে। তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ৪০ টি ঘর আমরা নির্মাণ কাজ শেষ করেছি।প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই নির্বাচিত ভূমিহীনদের কাছে জমির দলিল ও ঘরের চাবি হন্তান্তর করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ৪০ টি ঘর নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে আমরা উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হন্তান্তর করব।