নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারের ২২-২৩ বছরের এক মানসিক প্রতিবন্ধী নারীর শারীরিক অসুস্থতা এবং তার গর্ভের সন্তানের কথা চিন্তা করে মানবিক কারণে নিজের বাড়ি নিয়ে যান মায়াধরপুর গ্রামের প্রান্তিক চাষি আমজাদ আলী।
আমজাদ নিজেই গরিব মানুষ। মাঠে তার কোনো চাষযোগ্য জমি নেই। পুরো বছর পরের ক্ষেতে কামলার কাজ করে সংসার চালান। এক মেয়ে ও এক ছেলের মধ্যে মেয়ের বিয়ে দিয়েছেন। ছেলে রাজমিস্ত্রির কাজ করেন। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি ছয় মাস ধরে শয্যাশায়ী। ফলে এখন শুধু আমজাদের একার রোজগারে সংসার চালাতে হচ্ছে। প্রতিবন্ধী নারীকে আশ্রয় দিয়ে নিজের অভাবের মধ্যেও তিনি অনন্য মানবিকতার পরিচয় দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের মাধ্যমে ঘটনাটি জানতে পারেন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গর্ভবতী প্রতিবন্ধী ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২ অক্টোবর দুপুরে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে এ নারী একটি কন্যাসন্তানের জন্ম দেন। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমজাদ আলীর ইচ্ছা অনুযায়ী তাকে একটি মোটরচালিত ভ্যান দেয়া হয়েছে। প্রতিবন্ধী ওই নারীকে করে দেয়া হয়েছে প্রতিবন্ধী কার্ড।
এছাড়া তিনি এবং তার সদ্যপ্রসূত শিশুকন্যার দেখভালের জন্য নগদ ৫৫ হাজার টাকাও আমজাদকে দেয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]