মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব দিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবর রহমান বাবুল। একই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. শামসুল ইসলাম ভূঁইয়ার কাছে বুধবার (২২ ফেব্রুয়ারি) সেই শোকজের জবাবের লিখিত পত্র তুলে দিয়েছেন তিনি।জবাবের অনুলিপি দেওয়া হয়েছে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই এবং সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বরাবর। শোকজের জবাবে লিখিত পত্রটি হাতে পাওয়ার বিষয়টি স্বীকার করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড. শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, আমি এই পত্রটিকে জেলা আওয়ামীলীগের কাছে পৌঁছে দেবো। গত ১২ ফেব্রুয়ারি বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধানমন্ত্রীকে নিয়ে অনাকাক্সিক্ষত ভাবে মাহবুবুর রহমান বাবুল বলেছিলেন, আমি বারদীর ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী বারদী আসলেও আমার হুকুম লাগবে। এই বক্তব্যের ভিডিও চিত্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার পর থেকে আওয়ামীলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। এক পর্যায়ে ১৭ ফেব্রুয়ারি মাহবুবুর রহমান বাবুলকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছিল। এ ঘটনার পর ২২ ফেব্রুয়ারি সেই শোকজের লিখিত জবাব দিয়েছেন লায়ন মাহবুবর রহমান বাবুল। জবাবে উল্লেখ করেন, ভুলবশত, অনিচ্ছকৃত ও অপ্রত্যাশিতভাবে ভাষাগত ত্রুটিপূর্ণ একটি কথা মুখ ফসকে বলে ফেলেছি। নিজের ভুল বুঝতে পেরে আমার হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে।তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বক্তব্য সম্পূর্ণরূপে প্রত্যাহার পূর্বক মাননীয় প্রধানমন্ত্রী ও সমগ্র জাতির কাছে আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছি। যথাযথ সতকর্তা ও প্রশিক্ষণের অভাবে আমি এরকম ভুল কথা বলেছি। তাই বিশ্ব মানবতার জননী শেখ হাসিনা সমীপে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন করেছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]