গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ গাইবান্ধায় প্রধানমন্ত্রীর নাতি পরিচয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারণা অভিযোগে ফরিদুল ইসলাম জুয়েল (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বলেন মঙ্গলবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। ফরিদুল ইসলাম জুয়েল সদর উপজেলার বল্লমঝাড়ের মাঠেরপাড় গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। মাহফুজার রহমান বলেন, দীর্ঘদিন থেকে ফরিদুল ইসলাম জুয়েল চাকরি দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে তদন্ত চলছে। জুয়েলকে একটি প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। প্রতারণার স্বীকার হন একই উপজেলার ফুলবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহাদুল ইসলাম ও সাদুল্লাপুর উপজেলার ভাঙ্গামোড়ের রেলওয়ের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মী দুলা মিয়ার ছেলে সোহেল রানা ও শ্যালক নয়ন মিয়া। ভুক্তভোগী দুলা মিয়া বলেন জুয়েল নিজেকে প্রধানমন্ত্রীর নাতি পরিচয় দিত। সে তার ছেলে সোহেলকে খাদ্য মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম ক¤িপউটার অপারেটর ও শ্যালক নয়নকে রেলওয়ের বুকিং সহকারী পদে চাকরী দেওয়ার কথা বলে ২৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু নিয়োগ স্থগিত হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে ক্ষমতার দাপট দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। সোহেল রানা বলেন, টাকা চাইতে গেলে জুয়েল তাদের সাথে অমানবিক আচরণ করে। বাধ্য হয়ে তারা থানায় প্রতারণা মামলা করেন।