প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। আগামী ১০ নভেম্বর ফ্রান্সের সিনেটে অধিবেশন চলার সময় এ অভ্যর্থনা দেওয়া হবে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মাননা পাঠ করবেন সিনেটের পূর্ণাঙ্গ সেশনের সভাপতি। এরপর সিনেটররা দাঁড়িয়ে হাততালির মাধ্যমে শেখ হাসিনাকে সম্মান জানাবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের প্যারিস সফর হবে ঐতিহাসিক। কারণ ২২ বছর পর এ ধরনের দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে গিয়েছিলেন। এই সফরে তিন দফা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে শেখ হাসিনাকে। তিনি আগামী ৯ নভেম্বর প্যারিসে শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রীতিমাফিক আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]