রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
প্রবাসী শিক্ষার্থীর রঙের তুলিতে সহীদের প্রতি ভালোবাসা
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দেশের প্রতি অগাধ ভালবাসা ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রঙের তুলিতে শহীদ মিনার এঁকে পাঠিয়েছে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী ফারিয়া হোসাইন সুজানা।সতেরো বছর বয়সী শিক্ষার্থী ফারিয়া হোসেন সুজানা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া পটোম্যাক সিনিয়র হাই স্কুলে ক্লাস ১১ শিক্ষার্থী। সে মনের মাধুরী দিয়ে রংতুলিতে আঁকা শহীদ মিনারের ছবিটি দেশের সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে জিমেইল এর মাধ্যমে পাঠিয়ে দেয়।পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার তিন নম্বর আলামপুর ইউনিয়ন বীরগ্রাম এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দলিল লেখক সফি উদ্দিনের বড় ছেলে মো. ফিরোজ হোসেন (সফটওয়্যার ইঞ্জিনিয়ার) ২০০৫ সালে ডিভি লটারীর মাধ্যমে স্ত্রী দেলোয়ারা বেগমকে সাথে নিয়ে আমেরিকায় পাড়ি জমায়। এরপর তারা সপরিবারে আমেরিকার নাগরিকত্ব পেয়ে ভার্জিনিয়া প্রদেশে বসবাস শুরু করে। তাদের পরিবারে দুই কন্যা সন্তান রয়েছে। শিক্ষার্থী ফারিয়া হোসেন সুজানা পরিবারে বড় মেয়ে। আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন বলেন মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়।আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা বাবা-মা হিসেবে গর্বিত। আমাদের মেয়ে প্রবাসে থেকেও বাংলা ভাষা ও বাংলাদেশকে ভালোবাসে।শিক্ষার্থী সুজানা বলে, আমার জন্ম ভূমি "বাংলাদেশ" । ছোট্ বেলা বাবা-মা’র সাথে আমেরিকা চলে আসি । আমার বাবা-মা’র কাছ থেকে শুনেছি ভাষা-আন্দোলন এবং স্বাধীনতার অনেক গল্প। এর পর ইতিহাস এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারি। সেই থেকে বাংলা ভাষা ও সহিদের প্রতি আমার ভালোবাসা। আমেরিকাতেও আমরা পালন করি মহান একুশে ফেব্রুয়ারি। অংশনেয় বিভিন্ন চিএাংকন প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকে তুলেধরী। সকল ভাষা শহীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.