রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
প্রাইভেটকারের বিশেষ চেম্বারে আসতো হিরোইন, আটক ১
রেদোয়ান হাসান ,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
সাভারের আশুলিয়ায় ৪১৮ গ্রাম হিরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।শুক্রবার (০৭ মে) সকালে উপজেলার পল্লিবিদ্যুৎ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম মো: নিজাম (৩২)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। র্যাব জানায়, সকালের দিকে পল্লিবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ গ্রাম হিরোইন ২৫৯৪০ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এছাড়া এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।র্যাব-৪ সিপিসি-২ এর লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ওই ব্যক্তি জানায় সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্ত এলাকা থেকে প্রাইভেটকারে ঝালাই করা বিশেষ চেম্বারে করে হিরোইন এনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক ডিলারদেরকে সরবরাহ করতো। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.