রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
প্রায় শত কোটি টাকার কাজ শুরু হতে যাচ্ছে
আজিজুল ইসলাম,ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরন সভা হয়। মঙ্গলবার ফুলবাড়িয়ার নোঙ্গর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এড মোঃ মোসলেম উদ্দিন এম পি বলেন আজকের বিশ্বে করোনা মহামারি চলছে। এই মহামারি তে যারা মৃত্যু বরন করেছে তাদের কে আল্লাহ তায়ালা যেন শহিদের মর্যাদা দান করেন।বি এন পি জামাত সরকারের শাসন আমলের সারের অভাব ছিল তথা ২৮ জন কৃষক কে গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে সারের কোন অভাব নেই। বিনা পয়সায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষকদের কে গভীর নলকূপ বরাদ্দ দিয়েছে। বোরো আবাদ প্রথমে বঙ্গবন্ধু শুরু করেছে। জ্ঞানকে ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ উৎপাদন সক্ষম হয়েছে । ফুলবাড়ীয়ায় প্রায় একশত কোটি টাকা কাজ শুরু হবে। বিশ কোটি টাকা কাজ চলমান অাছে, উপজেলা নির্বাহী অফিসার অাশরাফুল ছিদ্দিক উপস্থিত না থাকায় ক্ষোপ প্রকাশ করে বলেন, অবহিতকরন সভা একটি গুরুত্বপূর্ণ সভা এতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের থাকার উচিত ছিল তা না হলে অামাকে ও বলতে পারতেন বিগত অর্থবছরে বিভিন্ন প্রকল্পের প্রায় কয়েক কোটি টাকা ফেরত প্রসঙ্গে তিনি অারো বলেন, উপজেলা চেয়ারম্যান অাপনিও জনগনের প্রতিনিধি অামিও। অাপনি টাকা ফেরত চেয়ে চিঠি লিখেন এ টাকা অতিদরিদ্রতের টাকা জনগনের কাছে কিন্তুু যেতে হবে তাই ভবিষ্যৎতে যেন অার কোন উন্নয়নের বা অতিদরিদ্রের টাকা ফেরত না যায় সে দিকে বিশেষ খেয়াল রাখার জন্য নির্দেশ প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, পৌরসভার মেয়র মোঃ গোলাম কিবরিয়া, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার, দেলোয়ার হোসেন প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক কৃষিবিদ জিয়াউর রহমান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.