গাইবান্ধা জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক দিনমজুরকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। শুধু নির্যাতনই নয়, হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে প্রভাবশালী ওই পরিবারটি। পুলিশ ও অভিযুক্ত পরিবারের দাবি, মারধরের ঘটনা সত্য নয়। গত শনিবার সাদুল্লাপুর উপজেলার পূর্ব দামোদরপুরের দিনমজুর ছকু মিয়ার ছেলে মোজাম্মেল প্রতিবেশী অষ্টম শ্রেণি পড়–য়া কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। মেয়ের খোঁজ পেতে ওই রাতে ছেলের বাবাকে ধরে নিয়ে বেদম মারধর করে প্রতিবেশী রঞ্জু ও তার লোকজন। এমন অভিযোগ করেন নির্যাতনের শিকার ছকু মিয়া। নির্যাতনের শিকার ছকু মিয়া বলেন, সন্ধ্যা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত আমাকে তারা মারধর করেছে। গত ১৬ মে রবিবার স্থানীয় এক সংবাদকর্মী ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ নির্যাতিতকে উদ্ধার করে সাদুল্লাপুর সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নির্যাতিত ও ট্রিপল নাইনে ফোন করা সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ছকু মিয়ার ভাইয়েরাই তাকে শাসন করেছে। মেয়ের বাড়ি থেকে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।