বেনাপোল (যশোর) প্রতিনিধি-
প্রেমের টানে অবৈধ পথে বাংলাদেশে পালিয়ে আসেন কৃষ্ণা দাস (১৮) নামে এক ভারতীয় তরুণী। দেড় বছর আগে তিনি বাংলাদেশে আসেন। তাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।
দেড় বছর পর সোমবার রাত সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব জানান, বাগেরহাট জেলা সদরের আকবর মোল্লা নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি দেড় বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আসে। পরে আকবরের সঙ্গে তার বিয়ে হয়। খবর পেয়ে মেয়েটির বাবা আকবরের বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অপহরণ মামলা করেন।
তিনি জানান, মামলার পর ভারতীয় পুলিশ বিষয়টি বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারে জানালে পুলিশ মেয়েটির খোঁজে বাগেরহাট জেলা সদরে অভিযান চালিয়ে আকবরের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে। পরে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার কাছে তুলে দেয়া হয় তাকে। জাস্টিস অ্যান্ড কেয়ারের তত্ত্বাবধানে তরুণীকে ভারতে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয়।
হস্তান্তর করার সময় বেনাপোল ইমিগ্রেশন (ওসি) আহসান হাবিব ও ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]