চারঘাট প্রতিনিধি মোঃ মোহায়মেনউল (স্বপন)ঃমুঠো ফোনে পরিচয় এর পরে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, অতঃপর প্রতারণার অভিযোগ উঠেছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মোঃ সানোয়ার হোসেন (২৮) নামে বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, চারঘাট উপজেলার কালাবীপাড়া গ্রামের মোঃ আহসান আলীর কন্যা মোসাঃ আজমিরা খাতুন (২৫) কে প্রথমে মুঠো ফোনে এবং ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে বিয়ে করে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সানোয়ার হোসেন (২৮), পিতা- মোঃ আকবর আলী, সাং- শিবপুর, ডাকঘর: শলুয়া, উপজেলা- চারঘাট, রাজশাহী মুঠো ফোন ও ফেসবুকে প্রেমের সূত্র ধরে গত ১৩ জানুয়ারি ২০১৭ ইং তারিখে পারিবারিক ভাবে মুসলিম শরিয়তের বিধান মতে ১,৫৯,৫০০/- (এক লক্ষ উনষাট হাজার পাঁচ শত) টাকা দেনমোহর ধার্য্যে বিবাহ সু-সম্পন্ন হয়ে সংসার করিতে থাকা কালীন মোসাঃ আজমিরা খাতুন এর গর্ভে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে যার নাম- মোসাঃ জান্নাতুন (ছিয়া) বর্তমান বয়স ২বছর। বিবাহের পর থেকে প্রতারক মোঃ সানোয়ার হোসেন তার স্ত্রীকে যৌতুকের জন্য শারীরিক ও মানষিক ভাবে জ্বালা যন্ত্রনা করতে থাকে এই বিষয় মেয়ের বাবা জানতে পেয়ে মেয়ের সুখের কথা চিন্তা করে আসবাব পত্র ও সোনার গহনা আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা প্রদান করে। পরবর্তীতে কিছু দিন যেতে মোঃ সানোয়ার হোসেন তার স্ত্রীকে যৌতুকের জন্য আবার দাবি করে বলে যে, ব্যবসা করার জন্য তোর বাবার কাছ থেকে আরো ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এনে দিতে হবে। সানোয়ার হোসেনকে তার স্ত্রী বলে আমার বাবা গরীব মানুষ এত টাকা কোথায় পাবে এই কথা বল্লে আজমিরা কে তার স্বামী গলা পেচে ধরে শ্বাস রুদ্ধ করিয়া হত্যা করার চেষ্টা করে এবং বাঁশের লাঠি দিয়ে মারপিট করে জখম করে। পরবর্তীতে আজমিরার পিতা বিষয় গুলো জানতে পেরে তাকে উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এই বিষয়ে থানায় অভিযোগ করলে সানোয়ার হোসেন (২৮) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]