বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
“সোনালী আঁশের সোনার দেশ” জাতির পিতার বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পাট অধিদপ্তর ১৯ টি পণ্য মোড়কিকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। এই আলোকে ফরিদপুরের সালথা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় সালথা সদর বাজারে পিয়াজের মোড়কের জন্য প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এক পেয়াঁজ ব্যবসায়িকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, ফরিদপুরের পাট পরিদর্শক মীর শাহাদৎ, সালথা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেয়াঁজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, পোলট্রি ফিড, ফিস ফিড ও তুষ-খুদ-কুড়া এই ১৯ টি পণ্য মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহারে বাধ্যতামূলক করা হয়েছে এ আইন অমান্যকারীর শাস্তি অনাধিক ০১ (এক) বছরের কারাদন্ড বা অনাধিক ৫০ হাজারটিাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবে। পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহারের সকলের আরও আন্তরিক হওয়া উচিত।