নয়ন বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসিন থেকে নবজাতকের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালের সামনে শনিবার দুপুরে বেসিন থেকে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। বাগেরহাটের মোংলায় গ্যাসের সন্ধান, উৎসুক জনতার ভীড়! ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মো. মহিবুল্লাহ বলেন, ‘বেসিন পরিষ্কারের সময় পরিছন্নতাকর্মীরা নবজাতকটিকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে। নবজাতকটির আকার-আকৃতি দেখে মনে হয় ২০ থেকে ২৫ সপ্তাহের হতে পারে। এটা ভ্রূণ ও জন্ম নেয়ার মাঝামাঝি পর্যায়। কেউ হয়তো ইচ্ছা করে গর্ভপাত করে এখানে ফেলে রেখে গেছেন।’ ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বলেন, ‘নবজাতক উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নবজাতকের ময়নাদতন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ‘পরবর্তী অনুসন্ধান ও আইনি ব্যবস্থা নেয়ার জন্য নবজাতকের ডিএনএ প্রোফাইল সংরক্ষণের জন্যও আবেদন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নবজাতকের মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।’ এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]