গতকাল (২ নভেম্বর) বিকেলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া পাঠান বাড়ির সামনে সড়কদুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের জাহিদ হোসেন (১৭), আল-আমিন (১৮)ও গোয়াল ভাওর গ্রামের রায়হান (১৭)। দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্হল থেকে সিএনজি চালক মনির হোসেন গাজীকে স্হানীয়রা আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ দেয়।
নিহতরা ফরিদগঞ্জ ব্রডব্যান্ড নামের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহত ও আহত সবাই মোটরসাইকেল আরোহী। বিকেলে মোটরসাইকেলটি ফরিদগঞ্জ বাজার থেকে আসার সময় (বিপরীত)রায়পুর থেকে দ্রুত গতিতে আসা সিএনজি স্কুটার একই দিক থেকে আসা অপর দু’টি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদগঞ্জ থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে জাহিদ নিহত হয়।
অপর দু’জনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশন্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করেন। এবংচাঁদপুর সরকারি হাসপাতালে আনাহলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘাতক সিএনজি স্কুটার চালককে আটক ও সিএনজিটি জব্দ করা হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]