বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় বাস অটো ভ্যানের সংঘর্ষে এক ছেলে আহত। জানা যায় বাসটি পিছন থেকে অটোভ্যানকে ধাক্কা মারলে ছেলেটির ভ্যান থেকে পড়ে যায়, ছেলেটি ভানের পিছনে বসা ছিল। অটোভ্যান থেকে ছিটকে পরে বাসের সামনের চাকার নিচে চলে যায়। কম পক্ষে ১০ হাত গাড়ির চাকা ছেচড়ে নিয়ে যায় ছেলেটিকে।
প্রত্যেক্ষদর্শীরা জানেন যে, ছেলেটির বুকের হাড় ভেঙ্গে গেছে, ভ্যানে চারজন যাত্রী ছিল তার মধ্যে মাহাবুল-বয়স-১২/১৩ গ্রাম-লক্ষনদিয়া, পিতা-মাওলানা মুজিবর রহমান, বাগবাড়ি আব্দুর রহমান মোল্যার নাতি। নানা বাড়ি আসতেছিল পথের মধ্যে দূর্ঘটনা ঘটে। ইহাতে অন্যকেউ আহত হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত করিম জুটমিলের বাসটি সালথা থানার হেফাজতে রয়েছে। ছেলেটিকে তাতক্ষনিক সালথা ফায়ার সার্ভিস এর গাড়িতে করে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।