রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১ | ১৮ রমজান ১৪৪৬
ফরিদপুরে ইউএনও মাসুম রেজার খাদ্য সহায়তা প্রদান
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়েছে।বুধবার সকালে সদর উপজেলা চত্বরে এ খাদ্য সামগ্রী প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন পানজু, ইউএনও অফিসের সিএ কামাল হোসেন প্রমুখ। ঈদুল ফিতরের আগে এ উপজেলার দুঃস্থ সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য সামগ্রী সহায়তা পেয়েছে অধিকাংশ মানুষ। এরই রাবাহিকতায় ঈদুল ফিতরের পরে বেশ কিছু দুস্থ মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজকের বিতরণের মধ্যে ১০ কেজি চাউল, ১ কেজি পোলার চাউল, লবন ১ প্যাকেট, আলু ৩ কেজি, সেমাই ১ প্যাকেট, চিনি ১ কেজি প্রভৃতি রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.