রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
ফরিদপুরে নারী নির্যাতন বন্ধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্প পি.এস.টি.সি সংস্থার আয়োজনে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৮শে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ব্রাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্শশালায় নারীর প্রতি সহিংসতা ও শিশুর প্রতি সহিংসতা এবং জোরপূর্বক বাল্যবিবাহ ও শিশুবান্ধব আইনগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত বিষয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও, স্থানীয় পর্যায়ে আইনগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে জনসচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সাথে ঘরে ঘরে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, যৌন সহিংসতা ও বাল্য বিবাহ বন্ধের নিতিমালা অনুযায়ী আইনের সঠিক বাস্তবায়ন করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় পিএস.টি.সি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী রেজাউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জেবুন্নাহার শিলা, একাউন্টস এন্ড এডমিন অফিসার পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন মসজিদের ইমাম, কাজী, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ কর্মশালায় অংশ গ্রহন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.